কঁচিপাতা কালার এই এশিয়ান বহুমুখী বরবটি খেতে খুবই সুস্বাদু । তাইওয়ানের অন্যতম প্রধান সব্জী । যেমন লম্বা তেমন ধরেও প্রচুর । প্রচন্ড শীত ছাড়া সারা বছরই বপন করা যেতে পারে । অত্যন্ত আগাম জাতের বরবটি । খুব সহজেই দ্রুত বাড়ে । রোগ-পোকা সহনশীল । জাতটি বাণিজ্যিক ভাবে চাষ করা যেতে পারে । আমাদের দেখা দীর্ঘতম বরবটি ! বড় পাত্রে বেলকোণীতে লাগালে পর্দা লতার সৌন্দর্য বয়ে আনবে ।