শত-রাজ্য ঘুরে ফিরে অবশেষে যুক্তরাজ্যের বিখ্যাত মার্শাল সীড কোম্পানীতে পাওয়া গিয়েছিল মাত্র ১০ টি বীজের ১টি প্যাকেট । ইংল্যান্ডের জনগন এই জাতকে ‘আঙিনার আলু-বোখারা’ বলে থাকেন এবং অধিকাংশ ক্ষেত্রে টবে বা ঝুলন্ত টবে লাগিয়ে অভ্যস্ত বিধায় বীজ কোম্পানীও সেই আঙিকে জাত রিলিজ করেছে ।
গাছের উচ্চতা কম-বেশী ১ ফুট । জাতটির ডাল-পাতাগুলো ছাঁতার ন্যায় ছড়িয়ে থাকে । টবের আয়তন মাফিক সুষম খাবারই গাছের জন্য যথেষ্ট । রোগ-পোকা সহনশীল । গরমেও ফল দেয় । বল গোলাকার ফল গাছের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে । মাংসল বুনট টমেটো । মৃদু টকের আভাস যুক্ত সুমিষ্টতা এনে দেয় আসল মজা-ভিতর থেকে ।