চোঁখের নজর থেকে হাতের স্পর্শ পরিশেষে পরখ না করে এই বাচ্চা পরীর আছর থেকে বাঁচা কঠিন । ডানা মেলা পরীর ন্যায় হলদে ফুল, ফলে গড়িয়েও শেষ পর্যন্ত হলুদই থেকে যায় । বাচ্চাদেরকে দুরে রাখুন কারন আজকালকার বাচ্চারা যা পাকা; পাকা পর্যন্ত গাছে ধরা পরী টমেটো ধরে রাখাই কঠিন । থোকায় থোকায় টমেটো পরীর ন্যায় ডালে ডালে ঝুলতে থাকে । একবার দেখলে ভোলা কঠিন, খেলে তো কথাই নেই ।