এই জাতের পূর্ণাঙ্গ ঢেঁড়শের প্রস্থচ্ছেদ বা চিকন ফালি দেখতে স্টার আকৃতির হয় ।এই ফালি ব্যবহার করে বাচ্চারা রঙ মেখে স্টার ছাপ দিতে পারে একজন আরেকজনের গালে । অঙ্ক কষতে গেলে যাদের মাথা জ্যামিতিক হারে ঘোরে তারা বাদে বাকীরা এই ফালির অপরিপক্ক বীজের পাঁচ-পার্শ্ব লক্ষ্য করলে দেখবেন পুরো অভ্যন্তর ভাগটা যেন পেন্টাগন বা পঞ্চভুজ আকৃতির প্রস্থচ্ছেদ । প্রচন্ড শীত ব্যতীত বছরের যে কোন সময়েই লাগানো যেতেপারে । গাছের উচ্চতা মোটামুটি ৪ ফুট । বাগানীর মন ভরে যায় যখন গাছ ফলে ভরে যায় ।