জলপাই সবুজ রঙে আঁটা_
বাদামী বেগুণী ডোরাকাটা
চারা থেকেই কান্ড ও কচি টমেটোতে কালচে-বেগুণী রঙ নিয়ে এক ব্যতিক্রমী যাত্রা শুরু হয় । ফিতার ন্যায় পাখা সুলভ পাতা । তুলনামুলক লম্বাটে একই গাছে টমেটোর আকার ‘বড় আঙুর’ থেকে ‘বৃহদাকার বরই’ পর্যন্ত হয়ে থাকে । গাছের ন্যায় টমেটোর থোকাও লম্বাটে । নীচ দিকে ঝুলন্ত থোকাগুলি গাছ বা বাগানকে এক অন্যরকম সৌন্দর্য্যমন্ডিত করে তোলে । টমেটোর এই জাত প্রতিনিয়ত দখল করছে নতুন নতুন বাজার । সবুজ রঙের শাঁস-সমেত ‘ফেটে যাওয়া’ প্রতিরোধী জাত । ২০১৭ সালে ক্যালিফোর্নিয়ায় জাতীয় টমেটো প্রদর্শণীতে এই জাত ‘টমেটো দ্যা বেস্ট’ উপাধি অর্জন করে । অতএব, আপনার মন ও মুখ আরও মুখরিত করতে সন্মুখে দাওয়াত নামা রাখা হলো । ক্রয় স্বাপেক্ষে আপনি বিচারক-জাতটি কাঠগড়ায় ।