না খেলে স্বাদ বোঝানো কঠিন । শাঁসে মিউসিলেজ বা পিচ্ছিলতা এরুপ পরিমিত পর্যায়ের যে মুখে দেয়া মাত্র বুলেটের বেগে পাকস্থলীতে পৌছায় । কষ্ঠকাঠিণ্যতা দূরীকরনে সব (টমেটো-বেগুন-মুলা-সিম) থেকে এগিয়ে । আঁশের অভাব মেটায় । দক্ষিণ আমেরিকার পাহাড়ী এলাকার জনপ্রিয় দূর্লভ এই সৌন্দর্যবর্ধক জাতটি যে কোন সাধারন মাটিতেও জন্মে । প্রচন্ড শীত ব্যতীত ছাদ বাগানে বা টবেও প্রায় সারা বছরই ফলানো সম্ভব । যেহেতু ইহা এক প্রকার বেবী ঢ়েঁড়শ কাজেই বোঁটা সহজেই ভাঙ্গে এরুপ কচি অবস্থায় তুলতে হয় । দীর্ঘদিন ফল দেয় । ফলন ও স্বাদ অসাধারন ।