রোজ রোজ রোজেল চা
শীতে গরম গরমে ঠান্ডা
রোজেল (Hibiscus subdarifa)-বীজ থেকে জন্মানো একটি সহজ চাষ যোগ্য ফসল-যার পর্যাপ্ত ফুল প্রেম-আবেগকে উদ্দীপিত করে । মিশর-সুদানে বিয়েতে অপরিহার্য এই চা । পুরুষের সাধারন দুর্বলতায় ও গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিক ব্যতীত বেরসিক নারীর জন্য দরকারই বটে । আলফা হাইড্রক্সিল অ্যাসিডের (AHA) ইহা একটি প্রাকৃতিক উৎস যা অ্যান্টি-এজিং পণ্যগুলিতে ও ধূপের মিশ্রণে ব্যবহৃত হয় । ১০০% রোজেল পাউডারের প্রয়োগগুলি আপনার কল্পনার মতোই সীমাহীন ৷ চা ছাড়াও চলে রোজেল জেলী বা সস-এক অন্যরকম স্বাদ ।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি প্রতিবেদনে (নভেম্বর-২০০৮)-এই চা পানে প্রাক-উচ্চ রক্তচাপ কমানো এবং হালকা উচ্চ রক্তচাপযুক্ত প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে মাত্র কয়েক সপ্তাহ রোজ ৩ কাপ রোজেল চা পান-নাটকীয় উন্নতি আনায়নের কথা উপস্থাপিত হয়েছে । এই চা কোষ্ঠকাঠিন্য-মূত্রনালির সচলতা ও সহজ শ্বাস নিতে সহায়তা করে ।