লাইকোপেন নামক যৌগের উপস্থিতি টমেটোকে এরুপ রঙে রঙীন করে । গোলাপী রঙের এই জাতটি থাইল্যান্ড থেকে আমদানীকৃত । একক রঙের টমেটোর মধ্যে গোলাপী কালার সবার পছন্দের শীর্ষে । আমাদের এক সহকর্মীর কথা-এই টমেটো যে-ই দেখবে, সে-ই কিনবে । টমেটো মিউজিয়ামের অন্যতম দৃষ্টিনন্দিত জাত । বাম্পার ফলন । জাতটি মিউজিয়াম গবেষণা মাঠে বারংবার পরীক্ষিত । শীতের শেষ ভাগ পর্যন্ত ফল প্রদান করে । প্রতিটি টমেটোর গড় ওজন কম-বেশি ৫০ গ্রাম ।