বহুত পুরনো জাত অথচ আজও থেমে নেই । হোয়াইট ঈগল যেমন দ্রুত বেগে ধায় এই কর্ণও দ্রুততার সহিত ফলন দেয় আবার গাছও খাটো । ইহা এক ধরনের শোভাময় কর্ণ । একটু লম্বাটে মোচা । জাতটি খুবই বিরল যা খুঁজে পাওয়া কঠিন । পূর্ণ সূর্যালোক প্রয়োজন । ১ সপ্তাহের মধ্যেই অঙ্কুরিত হয়।বিশেষ কোন ঝামেলা নেই । ক্রমবর্ধমান গাছ উচ্চ তাপমাত্রা ও খরা সহ্য করতে পারে ।